📢 জরুরী নোটিশ

বিদ্যালয়ের ইতিহাস

মানুষের জীবনের শ্রেষ্ঠ অর্জন হল শিক্ষা । শিক্ষার প্রথম এবং প্রধান কাজ হল পরিবেশের সাথে শিক্ষার্থীর সংগতি বিধান করা। শিক্ষা অর্জনের আনুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য় আর আনুষ্ঠানিক শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয়ের কোন বিকল্প নেই । তাই শশরা উচ্চ বিদ্যালয় দীর্ঘ দিন ধরে শিক্ষা অর্জনের লক্ষ্যে সে ভূমিকা নিষ্ঠার সাথে পালন করে আসছে। উত্তরাঞ্চল তথা সমগ্র বাংলাদেশ যে কয়টি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শশরা উচ্চ বিদ্যালয় নিঃসন্দেহে তাদের অন্যতম ।
সু-প্রসিদ্ব কাটারী ভোগ চাল আরত রসাল লিচুর জেলা দিনাজপুর। সেই জেলার মাঝ দিয়ে বয়ে গেছে আত্রাই নদী। এই নদীর প্রায় পনেরো কিলোমিটার পুর্বে সমান্তারাল ভাবে বহমান ছিলো আত্রাাই নদী।এই দুই নদীর মাঝখানে গড়েছিল একটি বন্দর নগরী। এই বন্দর নগরীর আধুনিক রূপ আজকের দিনাজপুর শহর। আর এই শহরের প্রায় দশ কি:মি: পূর্বে এক মনোরম পরিবেশে এই বিদ্যালয়টি অবস্থিত। দেশের উত্তরাঞ্চলকে বলা হয়ে থাকে অবহেলিত জনপদ। কিন্ত অতীতের দিনাজপুর ছিল একটি সমৃদ্ধ বন্দর। তাই শস্য, সৌন্দর্য, শিল্প ও ঐশ^র্য ভরপুর দিনাজপুর ছিল একটি উন্নত জনপদ। তৎকালীন দিনাজপুর জেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বেশকিছু উচ্চ বিদ্যালয় ছিল, তাদের মধ্যে শশরা উচ্চ বিদ্যালয় ছিল অন্যতম। সহশিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই বিদ্যালয়টি শুরু থেকে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। ১৯৬০ সালের সময়ের স্থানীয় জনগণের আর্থিক সহযোগিতায় এই বিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। বিদ্যালয়টি প্রথমে শশরা দ্বি- মুখী উচ্চ বিদ্যালয় নামে অভিহিত ছিল। বিদ্যালয়টি প্রতিষ্ঠার কয়েক বছর পরে শশরা উচ্চ বিদ্যালয়ে নামে বিদ্যালয়টির নাম করণ করা হয়। এই অঞ্চলের ছেলে মেযেরা এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে আলোক বর্তিকা হস্তে শিক্ষার আলো সমাজে বিকিরণ করেছেন। ১৯৬৭ সালে বিদ্যালয়টি প্রথম চালু হয় এবং ১৯৭০ সালে বিদ্যালয়টি ষষ্ঠ শ্রেণি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত স্বীকৃতি লাভ করে । পরবর্তিতে ১৯৮০ সালে বিদ্যালয়টি নবম হতে দশম শ্রেণি পর্যন্ত স্বীকৃতি লাভ করে। ১৯৮০ সাল হতে ২০০৮ সাল পর্যন্ত এস,এস,সি পরীক্ষা রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়। অত:পর ২০০৯ সাল থেকে অত্র বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর অধীনে অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে ১৪ জন শিক্ষক-শিক্ষিকা, এক জন অফিস সহকারি- কাম হিসাব সহকারি ও ৫ জন ৪র্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন।
আমি প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়টির উত্তোরোত্তর উন্নতি কামনা করি।

মো: আনিছুর রহমান
প্রধান শিক্ষক
শশরা উচ্চ বিদ্যালয়
ডাক- ফাসিলাডাঙ্গা,দিনাজপুর সদর, দিনাজপুর।